
সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড ৪ আসনের জনপ্রিয় প্রার্থী লায়ন আসলাম চৌধুরী কে মনোনয়ন বঞ্চিত করায় রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ করছে বিএনপির নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়েছে। ব্যারিকেটে আটক পড়ে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। প্রতিবাদকারীরা রাস্তায় আগুন জালিয়ে প্রতিবাদ মিছিল করছে। ভাটিয়ারী, পৌরসভা, ছোট দারগাহাট,কুমিরা,সোনাইছড়ি, বাড়বকুণ্ডসহ মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেট দিয়েছে নেতাকর্মীরা। যতক্ষণ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত বাতিল করা হবে না ততক্ষণ পযন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানান প্রতিবাদকারীরা। তারা বলেন, এই সীতাকুণ্ডের মাটি আসলাম চৌধুরীর ঘাটি। দলের হাইকমান্ডের ভূল সিদ্ধান্তের কারনে দলের ভেতর বিশৃঙ্খলা তৈরি করবে। এছাড়া দলীয় গ্রুপিং দেখা ভোটে আসন হাত ছাড়া হওয়ার ও আশংকা তৈরি হতে পারে।
রাস্তায় ব্যারিকেটে দূরপাল্লার যাত্রী ও পচনশীল পন্য নষ্ট হওয়ার আশংকা তৈরি হয়েছে। এছাড়া রাত ঘনিয়ে আসায় জানমালে ডাকাতি হওয়ার আতংকে রয়েছে পন্যবাহী গাড়ির চালকরা। এ ধরনের সংকটময় পরিস্থিতিতে আইন শৃংখলা অবনতির আশংকা করছেন আইন শৃংখলা বাহিনী।
এ বিষয়ে মডেল থানা ইনচার্জ মুজিবুর রহমান বলেন, রাস্তায় ব্যারিকেটে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়েছে। আইন শৃংখলা অবনতি হলে তা ঠিক করতে শৃংখলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply