
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদে “গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নন-বাজেটরী ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, নারী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মো. শাহাদাত হোসেন, প্রজেক্ট অ্যানালিস্ট, ইউএনডিপি, ঢাকা;
ফারহানা ইদ্রিস, প্রজেক্ট কো-অর্ডিনেটর, গ্রাম আদালত প্রকল্প;
সাজেদুল আনোয়ার ভূঁইয়া, জেলা ম্যানেজার, গ্রাম আদালত প্রকল্প, চট্টগ্রাম;
মোহছেনা আক্তার, উপজেলা কো-অর্ডিনেটর, গ্রাম আদালত প্রকল্প, সীতাকুণ্ড;
এবং দিদারুল হক, প্রশাসনিক কর্মকর্তা, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ।
স্থানীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ইউনিয়ন জায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন, মিরেরহাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জামশেদ আলম, সাধারণ সম্পাদক ফজলুল করিম লিটন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন, জেবল হোসেন, আইয়ুব খান, আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, সালাহউদ্দিন, আমান হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মনছন আলী, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাশ্রী, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, যুবনেতা আরমার উদ্দিন ও মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল মাবুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিমউদ্দিন, সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম নয়নসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ওরিয়েন্টেশন কর্মসূচির অংশ হিসেবে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মিরেরহাট বাজারে গ্রাম আদালত বিষয়ক একটি নাটিকা প্রদর্শন করা হয়। স্থানীয় জনগণের ন্যায়বিচার সচেতনতা বৃদ্ধি ও গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করতেই নাটিকাটি প্রদর্শন করা হয়। উপস্থিত দর্শকদের মধ্যে নাটিকাটি ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে নাটিকাভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করে।
বক্তারা বলেন,
“গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম।”
তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ, পারিবারিক ও সম্পত্তিগত সমস্যা দ্রুত ও সাশ্রয়ীভাবে নিষ্পত্তি করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওরিয়েন্টেশনে গ্রাম আদালতের গঠন, এখতিয়ার, মামলার ধরন, রায় কার্যকরীকরণসহ আইনি প্রক্রিয়া বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা মনে করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গ্রাম আদালতকে জনগণের কাছে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর করে তোলা সম্ভব। পরে মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Leave a Reply