
সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সনদ ও ক্রেস্ট প্রদান করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের (অতিরিক্ত দায়িত্ব) উপ পরিচালক মো শরিফ উদ্দিন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আবদুল আল মামুন, কৃষিবিদ হাবিবুল্লাহ, উপজেলা ইঞ্জিনিয়ার আলমগীর বাদশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সমরেশ মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মো ফারুক। উপজেলা ৯ ইউনিয়নের কর্মরত ৪০ জন গ্রাম পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা শেষে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজনের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply