
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যেরধারী এলাকায় কর্মরত এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী গ্রামে এ ঘটনা ঘটে। নির্মান শ্রমিক মো. নাঈম (২০) মধ্যেরধারীর মো আলির পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধ্যেরধারীর বাসিন্দা মো. মোমিনের বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত ১১ কেভি বৈদ্যুতিক তারের সংস্পর্শে নির্মান শ্রমিক বিদুৎ পিষ্ট হয়। এ সময় গুরুত্ব অবস্থায় আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করেন কর্তব্যরত ডাক্তার। পরে রাত ১২ টায় নির্মান শ্রমিকের মৃত্যু হয়। তবে এ ঘটনায় শ্রমিকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান মডেল থানা ইনচার্জ মুজিবুর রহমান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “বিদ্যুতায়িত হয়ে নাঈম নামের এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply