
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় ঢাকাগামী আপ কাইনে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে । ভোর ৪ টায় সীতাকুণ্ড স্টেশন হতে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে। এ ঘটনায় আপ লাইনে প্রায় ১২ ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে জানান চট্টগ্রাম উত্তর রেলের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য যাওয়ার পথে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এ খবর পাওয়ার পর সকাল ৫ টা হতে ট্রেন উদ্ধার ও লাইন সংস্কার শুরু হয়। ট্রেনে লাইনচ্যুত বগি ছাড়া অন্য বগিগুলো গন্তব্যে পৌঁছে যায়। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার কাজ শেষ হলে আপ লাইনে ট্রেন চলাচল করবে। ত্রুটিপূর্ন স্লিপারের কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হতে পারে। তবে লাইনচ্যুতির ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন দিলে দুর্ঘটনার কারন জানা যাবে বলে জানান তিনি।
Leave a Reply