
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে সামাজিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ৯ টায় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ২৮শ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইত্তেহাদ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা তৌহিদুল ইসলাম চৌধুরী, অধ্যাপিকা সাগুফতা বুশরা মিশমা, লেকচারার, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম, আশরাফুল আলম ভূইয়া, সভাপতি, এপেক্স ক্লাব অব চিটাগং। তরুণ সমাজসেবক তানজীদ রহমান।
ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমিদুল হক চৌধুরী বলেন,’শুধু বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষাবান্ধব সমাজ গড়ে তোলা অন্যতম লক্ষ্য। এ ধরনের কর্মকান্ডে মেধা বিকাশে সুযোগ সৃষ্টি হবে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্টিফিকেসহ শ্রেষ্ঠ দুই শিক্ষার্থীকে ল্যাপটপ পুরস্কার প্রদান করা হবে।
ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় যে সকল সদস্যরস নিষ্ঠা, ঐক্য ও অক্লান্ত পরিশ্রম করে আয়োজনে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply