
নোয়াখালী প্রতিনিধি- মো. আবদুল আলী
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নে গোরকাটা নবজাগরণ সংঘের উদ্যোগে ৭ম নবজাগরণ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি ও উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গোরকাটা নবজাগরণ সংঘের সভাপতি মো. আবদুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল আলী, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বৃত্তি পরিচালক হাফেজ আজিজুল হক, মাওলানা আবুল কাশেম, উত্তর গোরকাটা বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহজাহান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মো. আবু জাহের মামুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংঘের সদস্য মো. আবদুল্লাহ আল নোমান, মাষ্টার মো. আলী নোয়াব পারভেজ, মো. আবু শাহদাত নাঈম বাবু, মাষ্টার মো. মাছুম ইবনে আলম, মো. রকিবুল ইসলাম রাজু, মো. রাসেল, মো. একরাম হোসেন, মো. জুয়েল, মির্জা মোহাম্মদ আবু সুফিয়ান, মো. নূর মোহাম্মদ শরীফ, মো. মুজাহিদ, মো. সাব্বির, মো. তাফসির, মো. রিফাত ও মো. আরাফাত হোসেন।
মেধা বৃত্তি পরীক্ষায় স্কুল ও মাদ্রাসাসহ মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—বীজবাগ স.প্রা.বি., গোরকাটা আইডিয়াল কিন্ডারগার্টেন, আহাম্মদপুর স.প্রা.বি., শিশু কল্যাণ মডেল একাডেমি, ইদিলপুর স.প্রা.বি., সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি, বাতাকান্দি স.প্রা.বি., সেনবাগ মডেল স.প্রা.বি., নলুয়া স.প্রা.বি., কাদরা স.প্রা.বি., দক্ষিণ মানিকপুর স.প্রা.বি., নাজির নগর স.প্রা.বি., উত্তর গোরকাটা স.প্রা.বি., সেনবাগ আদর্শ স.প্রা.বি., সেনবাগ ইসলামি একাডেমি, উত্তর অর্জুনতলা স.প্রা.বি., মতইন স.প্রা.বি., বাতাকান্দি দারুন নাজাত নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া মাদ্রাসা ও নূরানী একাডেমি, নুরে জান্নাত মহিলা মডেল মাদ্রাসা এবং আবু হুরায়রা তালীমুল কোরআন মাদ্রাসা।
৭ম নবজাগরণ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন গোরকাটা নবজাগরণ সংঘের সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস।
Leave a Reply