1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পি এইচ আমীন একাডেমী প্রাক্তন শিক্ষার্থী পরিষদ উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ। সুফি সাধক কবি আলী রজা কানু শাহ (রাহঃ)-এর হস্তলিপি : মরমী দর্শনের আধ্যাত্মিক দলিল -সোহেল মো. ফখরুদ-দীন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যো‌গে চট্টগ্রাম বিভাগে কর্মসূচির সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  বিদেশ পাঠানোর নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত লক্ষ্মীপুরে প্রশাসনের অভিযানে ভেজাল খাদ্যে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা। ডাকসু নির্বাচন ভিপি পদে ৪৫, জিএস ১৯ প্রার্থী, ভোটার ৩৯,৮৭৪। সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত। ঢাকা বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক।

ট্রাক পাঠিয়ে ‘ওসি’ নিলেন টিভি-ফ্রিজ!

  • সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৭ পঠিত

মোহাম্মাদ আলবিন, চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধিঃ
দোকানির মুঠোফোনে ফোন—খোদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা! অর্ডার দেন টিভি, ফ্রিজ, ফ্যানের। টাকা? পাঠানো হবে অধীনস্থ কোনো অফিসারের হাতে, না হয় বিকাশে। দোকানি ভাবলেন—ওসির ‘ফরমান’! রাত গড়াতেই ট্রাক এসে হাজির। নিয়ে গেল সব পণ্য। এরপর? আর সাড়া নেই ‘ওসির’, টাকা তো দূরের কথা! এভাবেই প্রতারণার জাল বিছিয়ে আনোয়ারায় দুই দোকান থেকে প্রতারকচক্র হাতিয়ে নিয়ে গেছে অর্ধলাখ টাকার পণ্য।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নামে ফোন আসে বটতলী শাহ আমানত ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মো. ইব্রাহিম ও পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেক্ট্রনিক্সের মো. জিয়াউল হকের মুঠোফোনে। ফোনে তাদের দোকান থেকে কিছু ইলেকট্রনিক্স পণ্য কেনার কথা জানান।

পরদিন শুক্রবার (২৭ জুন) লোক পাঠিয়ে ট্রাকে করে দুই দোকান থেকে তুলে নেয় একটি স্মার্ট টিভি, ফ্রিজ ও দুটি সিলিং ফ্যান। পরে সেই নম্বরটি বন্ধ পেলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন দোকানদার। শনিবার (২৮ জুন) এ ঘটনায় থানায় লিখিত দুটি অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই দোকানি।
পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেক্ট্রনিক্সের পরিচালক মো. জিয়াউল হক বলেন, ওসির ছবি সংযুক্ত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসায় সত্যতা যাচাই না করে পাঠানো গাড়িতে মালামালগুলো তুলে দিয়েছি। পরে প্রতারণার শিকার হয়েছি বুঝতে পেরে আইনের আশ্রয় নিয়েছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.। মনির হোসেন বলেন, ‘আমার নাম ভাঙিয়ে প্রতারণা হয়েছে। ভুক্তভোগী দুই দোকানির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট