চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘির পাড় — এ অবস্থিত স্বাধীন বাংলা মডেল স্কুলে ১০ আগস্ট রবিবার সকাল ১১ ঘটিকায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গাছ লাগানোর গুরুত্ব এবং দূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন – সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স,স্বাধীন বাংলা মডেল স্কুলের শিক্ষক মোঃ আলামিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এই সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন- পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব চিন্তা ও আচরণ গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
সভায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য গাছের চারা বিতরণ করা হয়।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে বিভিন্ন বিদ্যালয় ও কমিউনিটিতে আয়োজন করা হবে, যাতে সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে।
Leave a Reply