
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ড বঙ্গপসাগরের সন্দ্বীপ চ্যানেলে সমূদ্র মা মাছ সংরক্ষনে ২২ দিনের বন্ধ শেষে সমূদ্রে মাছ ধরা শুরু করেছে জেলেরা।
গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পযন্ত মাছ ধরার উপর নিষেধজ্ঞা জারী থাকে । আর এই নিষেধাজ্ঞার বলবৎ রাখতে আইনানু ব্যবস্থা গ্রহণে হাটে- ঘাটে অভিযান পরিচালিত হয়। নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস অধিদপ্তর কতৃক ৪০ টি অভিযান পরিচালিত হয়েছে। এসব ৭.৫ মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ, ৪৪ হাজার মিটার দৈর্ঘ্য জাল, ৫ হাজার মিটার ১৫ টি চিংড়ি পোনা জাল, ৩৩ হাজার মিটার ১৬ টিম ইলিশ মাছ ধরা জাল জব্দ, ১৫ টি বোট মালিককে ২লক্ষ ৯০ হাজার টাকা জরিমানাসহ ২০ জন আটককৃত জেলের মধ্যে ১৪ জনের কাছ থেকে ৪৯ হাজার টাকা জরিমানা এবং তিন মামলায় ৬ জন জেলেকে হাজতে প্রেরিত হয়। ২২ দিনের অভিযানে মোবাইল কোটের মাধ্যমে মোট তিন লক্ষ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় হয় বলে জানান মৎস কর্মকর্তা মোতাছিম বিল্লা।
তিনি বলেন, মা মাছ রক্ষায় নৌ পুলিশের কঠোর নজরদারি ছিল। নৌ পুলিশের সহায়তায় জাল,জেলে,নৌকা ও মাছ জব্দ হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানার আওতায় আনা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সহকারী কমিশনার ভূমি আবদুল আল মামুন।
Leave a Reply