
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে “ওলামা সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে নবগঠিত সভাপতি উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খাঁন সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
সম্মেলনে ওলামায়ে কেরাম সংগঠনের কার্যক্রম, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে নতুনড় উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: মুফতি নাজমুল হক,সাধারণ সম্পাদক: মুফতি সুলাইমান খান, সাংগঠনিক সম্পাদক: মাওলানা জহিরুল ইসলাম,দপ্তর সম্পাদক: মাওলানা আলমগীর,অর্থ সম্পাদক: মাওলানা ফয়জুল্লাহ ও প্রচার সম্পাদক: মাওলানা নূর মোহাম্মদ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং দ্বীনের খেদমতে তাদের সাফল্য কামনা করেন। নতুন কমিটি স্থানীয়ভাবে ইসলামী শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply