1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
“ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন চট্টগ্রাম- কক্সবাজার রেলসড়কে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি:নিরাপত্তাহীনতায় যাত্রীরা -আলমগীর আলম

চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস

  • সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৫ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আবারও সফলতা পেয়েছে র‌্যাব-৭। হাটহাজারীর ব্যস্ততম আব্বাসীয়ার পুল এলাকায় রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ এক বাসচালককে আটক করেছে র‌্যাব-৭ সদস্যরা।

আটক ব্যক্তির নাম রেজাউল করিম (৩৫)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়—খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার হচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র‌্যাব-৭ এর একটি বিশেষ দল হাটহাজারীর আব্বাসীয়ার পুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি সন্দেহভাজন বাস ওই চেকপোস্টের দিকে এগিয়ে আসলে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক বাসটি দ্রুত ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে চালক রেজাউল করিমকে আটক করা হয়।

এরপর তল্লাশি চালিয়ে বাসের বাম পাশের বক্সে লুকানো ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম স্বীকার করে যে, মদগুলো চট্টগ্রাম শহরে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন তিনি।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত বিদেশি মদ ও আটককৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, “দেশকে মাদকমুক্ত রাখতে র‌্যাবের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ী ও পরিবহনচক্র যতই কৌশল অবলম্বন করুক না কেন, র‌্যাব তাদের খুঁজে বের করবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকা ও সীমান্তবর্তী অঞ্চল থেকে চট্টগ্রাম নগরীতে মাদক ও বিদেশি মদ পাচারের প্রবণতা বেড়েছে। র‌্যাব-৭ এর ধারাবাহিক অভিযানের ফলে মাদক চক্রগুলোর কার্যক্রমে ভাটা পড়লেও মাঝে মাঝে নতুন রুটে পাচার কার্যক্রম চালানোর চেষ্টা করছে তারা।

র‌্যাবের এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন,“মাদক চট্টগ্রামের তরুণ সমাজকে ধ্বংস করছে। র‌্যাবের এমন অভিযান আরও জোরদার করা উচিত।”

মাদকবিরোধী এই সফল অভিযানে চট্টগ্রামজুড়ে প্রশংসার ঝড় উঠেছে। র‌্যাব-৭ এর কর্মকর্তা নিশ্চিত করেছেন, মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রভাবশালী ব্যক্তিও রেহাই পাবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট