1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হাওলা কুতুবিয়া মাদ্রাসায় আধুনিক প্রযুক্তির বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংবর্ধনা আলোচনা সভা জামেয়া দারুল মাআরিফে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ সম্পন্ন বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, তিন যুবক গ্রেপ্তার চট্টগ্রামে নির্মিত হলো ‘ভালো থেকো ছায়া’ শিরোনামে অমিত প্রেমের কবিতা চিত্র || উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীতাকুণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন “ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ

বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, তিন যুবক গ্রেপ্তার

  • সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৭ পঠিত

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী:
বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীর গোসলের ভিডিও ফুটেজ ধারণ করে ফেসবুক মেসেঞ্জারে প্রচার করছিল তিন যুবক। অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তিন যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

তিনি বলেন, গত সোমবার (১০ নভেম্বর) কলেজ শিক্ষার্থীর মা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এরপর অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, এইসএসসি ২য় বর্ষে অধ্যয়নরত এক শিক্ষার্থী বাথরুমে গোসলের সময় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে তা শিক্ষার্থীর আত্মীয় স্বজনদের ফেসবুক মেসেঞ্জার পাঠাচ্ছিল যুবকেরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের খাজা নগরের আহাম্মদ হোসেনের ছেলে ইমতিয়াজ হোসেন আহাদ (১৮), একই গ্রামের মো.লোকমানের ছেলে আব্দুল শুকুর রায়হান বাদশা (১৬) ও মো. সোলায়মানের ছেলে নুরুল আলম বাঁধন (১৯)।

শিক্ষার্থীর মা জানান, আহাদ দীর্ঘ দিন ধরে কলেজে আসা যাওয়া পথে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এতে সাড়া না দেওয়ায় সে ক্ষতি করার হুমকি ধমকি দেয়।

তিনি বলেন, গত সোমবার ১০ নভেম্বর দুপুর দেড়টা দিকে প্রতিবেশি এক চাচী মোবাইল সেটে মেয়ের গোসলের নগ্ন ভিডিও দেখিয়ে জানান তার দূর সম্পর্কে এক আত্মীয় ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি পেয়ে তার কাছে নিশ্চিত হওয়ার জন্য পাঠিয়েছে।

এবিষয়ে মেয়ের সাথে কথা বলে জানতে পারি গত ১৮ জুলাই দুপুর ২টার দিকে বাথরুমে গোসলের সময় ভেন্টিলেটরের বাইরে কারো উপস্থিতি টের পেয়েছিলো। তবে কে কে বলায় ওই লোক পালিয়ে যায়।

আহাদ বাদশা ও বাঁধনের সহায়তায় গোপনে ভিডিও ধারন করে তা মেসেঞ্জারে প্রচার করে মেয়ের সম্মানহানিসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট