
আজ ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত তথাকথিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা গণ, যুব, ছাত্র, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী ডা. এমদাদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. সেলিম,
পটিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলামিন,
গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত,
যুব অধিকার পরিষদ পটিয়া উপজেলা আহ্বায়ক নবাব আরাফাত ও কর্ণফুলীর সভাপতি রোকন, সেক্রেটারি রাশেদ
ছাত্র অধিকার পরিষদ পটিয়া উপজেলা সভাপতি গোলাম সোবাহান, এছাড়া ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রাজনৈতিক প্রতিহিংসার নামে লকডাউন চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা জনগণের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল সহকারে কর্মসূচি সমাপ্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি। —
Leave a Reply