
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের হলরুমে এ বই বিতরণের আয়োজন করা হয়।
নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পাহাড়ি অঞ্চলের শিশুদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মৌলিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের বই উৎসব শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ প্রকাশ পাবে ।
Leave a Reply