
মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে উওর দিগন্তের উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় চট্টগ্রাম মহানগরের উওর পাহাড়তলি ৯ নম্বর ওয়ার্ডের শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এম এইচ বাদলের সভাপতিত্বে ও আবদুর রহিম সজলের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোক্ততার হোসেন,পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ইমরান, খ্রিস্টান মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অভিমন্যু দেবনাথ, শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন,সহকারী প্রধান শিক্ষিকা ইয়াসমিন আক্তার এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আরা,সঞ্জয় মল্লিক ও সাবিহা সোলতানা।
বক্তারা বলেন,শিক্ষা একটি জাতির মেরুদণ্ড।কিন্তু দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত হয়।এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উদ্বুদ্ধ করে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে।
অনুষ্ঠানে উওর দিগন্তের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল লতিফ,তৈমুর হোসেন মানিক, ওমর ফারুখ,জসিম উদ্দিন, আবুল বাশার ও জাহাঙ্গীর আলম। তারা বলেন,উওর দিগন্ত দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষাই পারে একটি প্রজন্মকে আলোকিত করতে, তাই শিক্ষার্থীদের জন্য এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন বলেন, নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়েছে,তেমনি অভিভাবকরাও উপকৃত হয়েছেন। তিনি এই মহতী উদ্যোগের জন্য উওর দিগন্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামসুল কবির মুকুল, মোহাম্মদ জসিম উদ্দিন,আব্দুর রহিম, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ উদ্দীন রাব্বি, তানভির, নাসির উদ্দীন ও শেখ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও সমাজকর্মীরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ছিল চোখে পড়ার মতো।অভিভাবকরা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ দরিদ্র পরিবারের সন্তানদের স্কুলমুখী করতে বড় ভূমিকা রাখে।
উল্লেখ্য,উওর দিগন্ত একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শিক্ষা স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সংগঠনটির এই স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply