
সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর প্রত্যয়ে আবারও মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘B For Bangladesh’। সংগঠনটির নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে ‘এক বেলার আহার ৪.০’।
এই মানবিক কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় বসবাসরত দরিদ্র, পথশিশু, দিনমজুর ও ভাসমান মানুষের মাঝে স্বাস্থ্যসম্মত রান্না করা খাবার বিতরণ করা হয়। এক বেলার পুষ্টিকর খাবার পেয়ে স্বস্তি ও তৃপ্তি প্রকাশ করেন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ।
মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ‘B For Bangladesh’-এর প্রোগ্রাম অফিসার (PO) রাফসানুল আরমান। এছাড়াও কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সক্রিয় স্বেচ্ছাসেবক কামরুন, নাদিয়া, মুক্তা, সিফা, লব কুমার, ফারদিন, হুমাইরা, তাওহিদ ও অভি, সহ আরও অনেক স্বেচ্ছাসেবী সদস্য। তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু খাবার বিতরণ নয়—বরং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া। নিজ হাতে খাবার পরিবেশন ও মানুষের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে পুরো কর্মসূচিটি আরও হৃদয়স্পর্শী হয়ে ওঠে।
B For Bangladesh-এর পক্ষ থেকে জানানো হয়, “এক বেলার খাবার হয়তো কারও জীবনের সব সমস্যার সমাধান নয়, তবে এটি ক্ষুধার্ত মানুষের কষ্ট লাঘবে সামান্য হলেও ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মানবিক ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে জানায়, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
Leave a Reply