1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন চট্টগ্রামে পাহাড় কেটে বিপিসির ভবন নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ বান্দরবানে এপেক্সিয়ানদের শ্রদ্ধায় সিক্ত বাবু ক্যসৈচিং, সর্বস্তরের শোক চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে ফের গমের চালান, স্বাগত জানালেন রাষ্ট্রদূত ব্যারিস্টার নাজিরের সম্বর্ধনায় ভিসি প্রফেসর ড. এ.এম সারওয়ারউদ্দিন চৌধুরী: মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে লেখক সম্মাননা এ্যাওর্য়াড পেলেন পটিয়ার আলমগীর আলম। সাংবাদিকের কাজে বাধা দিলে জেল-জরিমানা: ইসির বিশেষ পরিপত্র জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন

  • সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ পঠিত

 

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন (CUMUN) ২০২৬। মঙ্গলবার (২৮ জানুয়ারি) উদ্বোধনের মধ্য দিয়ে চারদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। পাশাপাশি আফ্রিকা, আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও এবারের সম্মেলনে অংশগ্রহণ করছেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীরা ১০টি কমিটিতে বিভক্ত হয়ে জাতিসংঘের আদলে কূটনৈতিক আলোচনা ও বিতর্কে অংশ নেবেন। কমিটিগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ (ডাইসেক), মানবাধিকার কমিশন, পরিবেশ কর্মসূচি, ইউএন উইমেন, সাংহাই সহযোগিতা সংস্থা, ইউএন হ্যাবিট্যাট, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বাংলাদেশ নির্বাচন কমিশন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আইন অনুষদের ডীন ড. মুহম্মদ জাফরুল্লাহ চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, এবারের প্রতিপাদ্য সময়োপযোগী এবং এই সম্মেলন শিক্ষার্থীদের আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা ও বিশ্লেষণে দক্ষ করে গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের নিজেকে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভাবার আহ্বান জানান।
লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উত্তম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নিজেদের গড়ে তোলার গুরুত্ব রয়েছে।
সম্মেলনের মহাসচিব আনিকা তাহসীন উদ্বোধনী বক্তব্যে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলনের দশম এই আয়োজন কোনো একক ব্যক্তির উদ্যোগ নয়, বরং বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও দীর্ঘদিনের অঙ্গীকারের ফল।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন শিক্ষার্থীদের কূটনৈতিক চিন্তা ও বৈশ্বিক সমস্যা বিশ্লেষণের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট