1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জামেয়া মহিলা কামিল মাদরাসার “সামিয়া সিদ্দিকা ” গোল্ডেন A+ পেয়েছে” শ্রেষ্ঠ শিক্ষার্থী বাছাইয়ে চট্টগ্রাম বিভাগে ২য় স্থান অর্জন করেছে মাহির  প্রকাশ্যে এস.ডি.জীবন’র ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” জামেয়া মহিলা কামিল মাদরাসার “মারজুকা রিফাত ” গোল্ডেন A+ পেয়েছে” সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর চট্টগ্রামে সাধারণ সভা অনুষ্ঠিত আগামী ১৫ মে প্রবীণ আ’লীগ নেতা ছালেহ আহমেদ কন্ট্রাক্টর এর ৩৯ তম মৃত্যুবার্ষিকী ২০২৪ সালের দাখিল পরীক্ষায় এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার শতভাগ সাফল্য আগামী বাজেটে জলবায়ুর উপর বরাদ্দ বৃদ্ধির করা উচিত – ড. আতিউর রহমান জামেয়া মহিলা কামিল মাদরাসা অসাধারণ সাফল্য অব্যাহত ৪৪ জন A+ এস.ডি.জীবন’র ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” অনলাইনে আসছে আগামীকাল

গ্রীণলিফ পরিবারের উদ্যোগে চট্টগ্রামস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-মোহনা হলে কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা ,গ্রীণলিফের মোড়ক উন্মোচন সম্পন্ন।

  • সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৬ পঠিত

৯ ই মার্চ ২৪ শনিবার সন্ধ্যে ৬ টায় গ্রীণলিফ পরিবারের উদ্যোগে চট্টগ্রামস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-মোহনা হলে কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা,গ্রীণলিফের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা গ্রীন লিফ উপদেষ্টা শেখ নওশেদ সরওয়ার পিল্টুর সভাপতিত্বে সম্পন্ন হয়।

আঁখি মজুমদারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন গ্রীণলিফ সম্পাদক ও তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী চট্টলার সিংহ পুরুষ বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোশারফ হোসেন।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ,কাজী ছানোয়ার আহমেদ লাভলু পিপি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন লেখক নেছার আহমেদ খান, উপদেষ্টা মিন্টু তালুকদার, উপদেষ্টা ক্যাপ্টেন মোতালেব, উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উপদেষ্টা রওশন আরা চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, চট্টলকুড়ি চেয়ারম্যান রাজিব চৌধুরী, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, ক্যাপ্টেন সিরাজুল করিম সেলিম,মাই টিভি ব্যুরো চিফ নুরুল কবির, সংগঠক গোলাম ফারুক মজনু সহ অনেকেই।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী চট্টলবীর বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোসারফ হোসাইন, একুশে পদক প্রাপ্ত বংশীবাদক আজিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,(মরনোত্তর মুক্তিযোদ্ধা) বেগম মুশতারি সফি, সাদা মনের মানুষ হাসান জাহাঙ্গীর,পর্যটন ক্ষেত্রে অতিরিক্ত ডি আই জি আপেল মাহমুদ, শিক্ষাবিদ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী , সমাজ সেবক নায়েবুল ইসলাম ফটিক, কবি ও লেখক হিসাবে মোহাম্মদ কামরুল ইসলাম, অভিনেত্রী শাহানুর, ক্যাপ্টেন মহসিন আলম, মো: জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিন্টু তালুকদার,সমাজ সেবক শাহাবুদ্দিন তালুকদার,শিশু অভিনেত্রী সিমরিন লুবাবা,ফ্যাশন কোরিওগ্রাফার সালেহ রবি জন ইনফ্লুয়েনচার সানজিদা সায়মা, ভ্যারসেটাইল আর্টিস্ট মান্না জাকির তমাল,লেখক সুশেন কান্তি দাশ, উদ্যোক্তা মোহাম্মদ নাঈম,উদীয়মান জনপ্রিয় সংগীত শিল্পী শাহিল শানজান, সমাজ সেবক মাহফুজুর রহমান, ফ্রিল্যান্সার জাহেদুল ইসলাম, শিশু শিল্পী অনামিকা, অভিনয় শিল্পী সামিয়া অথৈ, সিলোক্স এর পক্ষে সাইফুল ইসলাম, ফ্যাশন হাউজ ব্লু মুন এছাড়া বিভিন্ন গুণী জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গ্রীণ লিফ সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে চলচিত্র অঙ্গনের বিভিন্ন তারকা ও মডেলরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে গ্রীন লিফ ম্যাগাজিনের প্রশংসা করে বলেন,এমন ব্যতিক্রম আর শিক্ষনীয় কাজ হলে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে,সমাজে অবক্ষয় রোধ হবে এবং মানুষ এই সব কর্মকান্ডের প্রতি আকৃষ্ট হবে।ম্যাগাজিন ও গ্রীণলিফ পরিবারের সাফল্য কামনা করে এই ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ম্যাগাজিন এর সম্পাদক তসলিম হাসান হৃদয় বলেন,লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন বই এর কাজ এখন কমে যাচ্ছে।মডেল হবে বাস্তব জীবনে চলার পথে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন ও নিজ যায়গা থেকে ফুটিয়ে তুলা।
তিনি আরো বলেন আমি চেষ্টা করেছি ম্যাগাজিনটিকে নতুনভাবে উপস্থাপন করতে পাঠক দের কাছে ও সেই সাথে শিক্ষনীয় বিষয় গুলোকে সংযুক্ত করা।
তিনি আরো বলেন,এ ম্যাগাজিন থেকে পাঠক এইবার স্বাধীনতা, একুশ সহ নানা বিষয়ে জানাকে পারবে আমাদের সমাজ ব্যবস্থা ও সমাজ সচেতনতা সম্পর্কে তারা অবগত হবে।আলোচনা শেষে একটি মনোজ্ঞ ফ্যাশন শো ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিশেষে সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিল্টু সবাইকে ধন্যবাদ জানিয়ে ও এই ধরনের কর্মকান্ডকে উৎসাহিত করতে ও সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

(News)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট