সাহিত্য ডেস্কঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার প্রাগ্রসর পুরুষ,বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান স্মরণে “জ্ঞানপ্রদীপ আনিসুজ্জামান” শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ১৯এপ্রিল রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সসভাপতি বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতা চৌধুরী, কাকলী দাশ গুপ্তা,লিয়াকত হোসেন,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, হৃদয় দে, প্রমুখ। সভায় বক্তারা বলেন
দেশের প্রগতিশীল চেতনার শুদ্ধ পুরুষ আনিসুজ্জামান স্যার।বরেণ্য এই বুদ্ধিজীবি সংকটে পথ দেখিয়েছেন নিরন্তর। বুদ্ধিবৃত্তিক চর্চায় সমৃদ্ধ করেছেন এই শ্রদ্ধাবরিষ্ট শিক্ষাবিদ।রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্ত এই কৃতি পুরুষ চেতনাকে করেছেন শাণিত, সৃজন মননে বাঙালি সংস্কৃতি প্রতিভাত করে লড়েছেন প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে।
Leave a Reply