নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম, RAB-৭, গোপন তথ্যের ভিত্তিতে জানতে চোরাকারবারীরা নগরীর ইপিজেড এলাকায় অবৈধ উপায়ে চোরাইকৃত জ্বালানী তেল মজুদ করে ক্রয়-বিক্রয় করা কালে গতকাল ৬ সেপ্টেম্বর আনুমানিক সময় রাত্র সাড়ে ৮টার দিকে র্যা ব-৭টিম বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করেন ২জন কে আটক করেন।
এসময় র্যারবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টিম নিয়ে ধাওয়া করে ১। মোঃ শরীফ (২৮), পিতা- মোঃ আব্দুর মালেক, সাং- নুলের চড়,নোয়াখালী, বর্তমানে আকমল আলী পকেট গেট, ইপিজেড এবং ২। মোঃ জাহিদ রানা (২৮), পিতা- মোঃ হুসাইন, সাং- মধ্যম হালিশহর দুপুল, থানা- বন্দর,চট্টগ্রাম কে আটক করে।
আটকের পরে র্যাাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে ১২ টি ড্রাম হতে চোরাইকৃত ২,২৮০ লিটার জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করে র্যা ব-৭ টিম।
তারা আরো জানায় যে, দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে ডিজেল মজুদ করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।
ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যা বের মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
Leave a Reply