পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ
১৪ জুলাই ২০২১ইং রোজ বুধবার দুপুর দুই ঘটিকার সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল নগরীর চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জাতীয় পার্টির সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, মোঃ সালামত আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর জাতীয় পার্টির সহসভাপতি মোঃ আলী, ছগির আহমদ সোহেল উত্তর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেজবাহ উদ্দীন আকবর নগর জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক আলী ইমরান চৌধুরী, শেখ আখতার সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর উদ্দীন জহির যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, ইঞ্জিঃ ইরশাদুল হক সিদ্দিকী, রাশেদুল হক খোকন দপ্তর সম্পাদক ছবির আহমদ প্রচার সম্পাদক ফজলে হাসান শাহিন যুগ্ন প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন আপন যুবসংহতি প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মহিলা পার্টির আহ্বায়ক সুলতানা রহমান সদস্য সচিব রোকেয়া সুলতানা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আতা-ই-রাব্বী তানভীর, যুবনেতা আক্কাছ উদ্দীন, সমীর সরকার, সাকির হোসেন, গোলাম কিবরিয়া, নুরুল হুদা জুজু, মাইনউদ্দীন জসিম, আব্দুর রব, আশিকুর রহমান, মোঃ হাসান, মাহাথির মোঃ সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, আজকের এই আধুনিক বাংলার রুপকার পল্লীবন্ধু এরশাদ। এরশাদের অসংখ উন্নয়ন ও উন্নয়নমুলক কার্যক্রমের সুফল জনগন এখনো ভোগ করছে। দেশের নাগরীকদের সত্যিকারের গনতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় পল্লীবন্ধুর হাতে গড়া জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এহসানুল হক।
Leave a Reply