চট্টগ্রাম লোহাগাড়া থানাধীন পদুয়া ইউনিয়নের
ছগিরাপাড়া নিবাসী জনাব ছালেহ আহমদ আজ বৃহস্পতিবার সকাল ১০ টা ২০ মিনিট ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উল্লেখ্য যে, তিনি ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন হযরত ইমাম হাসান হোসাইন ( রাদ্বিয়াল্লাহু আনহুমা) একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ এনামুল হক এনামের শ্রদ্বেয় পিতা।
তাঁর ইন্তেকালে ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন হযরত ইমাম হাসান হোসাইন একতা সংঘ গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন জানান।
একতা সংঘ পরিবার আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রফয়ে দরাজাত, মাগফিরাত ও নাজাত কামনা করেন।
উল্লেখ্য যে, বাদে মাগরিব মরহুমের নামাজে জানাজা ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয় এবং মসজিদ পার্শ্বস্থ কবরস্থানে
দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply