প্রেস বিজ্ঞপ্তিঃ
“স্রষ্টার সৃষ্টির সেবায় আন্ততৃপ্তির আমাদের মিশন” শ্লোগানে, মুহাব্বত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ ও সেবা মুলনীতির উপর ভিত্তি করে, আর্ত মানবতার সেবায় নিবেদিত,সরকারি নিবন্ধিত, দক্ষিণ চট্টগ্রামের অরাজনৈতিক যুব উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এন.ওয়াই.এম.(নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল) ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগী সংগঠন এন.ওয়াই.এম. ফুড ব্যাংকের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ ১৪ এপ্রিল ২৩ ইংরেজি তারিখ দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার এতিমখানায় ইফতার বিতরণ হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আসিফ।
এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ হালিম উদ্দীন,জোবাইদা জাহান তোয়াছিন, সাবরিনা চৌধুরী সামিয়া,তাসফিয়া তাহসিন নাবিলা বিভিন্ন সম্পাদক সহ প্রমুখ।
Leave a Reply