“ডাক জীবন বীমা ব্যবসার প্রসারঃ সমস্যা ও সম্ভাবনা ” শীর্ষক সেমিনার রিজিওনাল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা, চট্টগ্রামের ব্যবস্থাপনায় গত ৩০ মার্চ’২০২২ বিকেলে কক্সবাজার প্রধান ডাকঘরে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক জীবন বীমা, চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার জনাব কাজী মামুনুর রশীদ।
এজিএম(ফিল্ড), চট্টগ্রাম জনাব মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সপেক্টর(পিএলআই),কক্সবাজার জনাব কে.এম.আবদুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জনাব গোপাল কৃষ্ণ দে, পরিদর্শক, কক্সবাজার উপ-বিভাগ জনাব এস.এম. সোলায়মান।
আলোচনায় অংশগ্রহণ করেন পরিদর্শক(মাঠ),চট্টগ্রাম জনাব মোঃ শাহ কামাল চৌধুরী, চকরিয়া উপজেলা পোস্ট মাস্টার এ.এইচ.এম.শওকত হোছাইন, উখিয়া ইউপিএম অজিত চৌধুরী, কক্সবাজারের এপিএম আবদুল কুদ্দুস হেলালী, মহেশখালী ইউপিএম কানু রাম দে, রামু ইউপিএম মোঃ কলিম উল্লাহ, শহীদুল ইসলাম চৌধুরী, কর্মচারী নেতা নুর মোহাম্মদ, রহিম উল্লাহ, রফিকুল আমিন, মনির উদ্দিন, নাইক্ষ্যংছড়ির ইউপিএম জালাল উদ্দীন, কুতুবদিয়ার ইউপিএম প্রদ্যুত কান্তি দেব, চিরিঙ্গার এসপিএম উজ্জ্বল চৌধুরী, সাবেক পরিদর্শক সরওয়ার আলম-২, সাতকানিয়ার আবদুল কাদের, লোহাগড়ার আনোয়ার হোসেন, রোকন উদ্দিন, সমুদ্র সৈকতের এসপিএম অচিন্ত্য দত্ত, বদরখালীর এসপিএম মহিউদ্দীন, গর্জনিয়ার এপিএম মাওলানা জহির আহমদ, ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা হোছাইন বিন কাতেবি(বরইতলী), আবু তৈয়ব(সমুদ্র সৈকত), আবদুর রহমান (কৈয়ারবিল), শাখা পোস্ট মাস্টার আবদুল কাদের(ইনানী),রশিদ আহমদ(খরুলিয়া) প্রমূখ।
আলোচকবৃন্দ মূল প্রবন্ধের আলোকে বীমাশিল্পের প্রসারে ডাক জীবন বীমার সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। বীমা ব্যবসার সম্প্রসারণে বিরাজমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে ডাক জীবন বীমার উত্তরণে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। বক্তাগণ সরকারি বীমাসেবা গ্রহণে সকলের প্রতি আহবান জানান।
উক্ত সেমিনারের সুপারিশসমূহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।
Leave a Reply