1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীর বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে ভ্রাতৃত্ব ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রোহিঙ্গা আলেমগণ জন্মের চেয়েও কঠিন জন্মসনদ পাওয়া ; সংস্কারের উদ্যোগ বিশেষ প্রয়োজন – মোহাম্মদ আলী চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ফরিদা খানম লায়ন্স ক্লাব অব চিটাগং এপেক্স এর ২০২৪-২৫ কমিটি গঠন মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে তরুনদের এগিয়ে আসতে হবে অদৃশ্য শক্তির ইশারায় কারাগারে থেকেও মামলার আসামি! দুই টাকায় স্কুল -২০২৪-২০২৬ পরিচালনা পর্ষদ গঠন পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “রং তুলিতে স্বপ্নের বাংলাদেশ” শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রূপগঞ্জে তেতলাব এলাকাতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ঘাতক স্বামী আনিছ প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ২০২৪ সম্পন্ন

কক্সবাজার ডাকঘরে ডাক জীবন বীমার সেমিনার অনুষ্ঠিত।

  • সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৮৮ পঠিত

“ডাক জীবন বীমা ব্যবসার প্রসারঃ সমস্যা ও সম্ভাবনা ” শীর্ষক সেমিনার রিজিওনাল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা, চট্টগ্রামের ব্যবস্থাপনায় গত ৩০ মার্চ’২০২২ বিকেলে কক্সবাজার প্রধান ডাকঘরে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক জীবন বীমা, চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার জনাব কাজী মামুনুর রশীদ।
এজিএম(ফিল্ড), চট্টগ্রাম জনাব মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সপেক্টর(পিএলআই),কক্সবাজার জনাব কে.এম.আবদুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জনাব গোপাল কৃষ্ণ দে, পরিদর্শক, কক্সবাজার উপ-বিভাগ জনাব এস.এম. সোলায়মান।
আলোচনায় অংশগ্রহণ করেন পরিদর্শক(মাঠ),চট্টগ্রাম জনাব মোঃ শাহ কামাল চৌধুরী, চকরিয়া উপজেলা পোস্ট মাস্টার এ.এইচ.এম.শওকত হোছাইন, উখিয়া ইউপিএম অজিত চৌধুরী, কক্সবাজারের এপিএম আবদুল কুদ্দুস হেলালী, মহেশখালী ইউপিএম কানু রাম দে, রামু ইউপিএম মোঃ কলিম উল্লাহ, শহীদুল ইসলাম চৌধুরী, কর্মচারী নেতা নুর মোহাম্মদ, রহিম উল্লাহ, রফিকুল আমিন, মনির উদ্দিন, নাইক্ষ্যংছড়ির ইউপিএম জালাল উদ্দীন, কুতুবদিয়ার ইউপিএম প্রদ্যুত কান্তি দেব, চিরিঙ্গার এসপিএম উজ্জ্বল চৌধুরী, সাবেক পরিদর্শক সরওয়ার আলম-২, সাতকানিয়ার আবদুল কাদের, লোহাগড়ার আনোয়ার হোসেন, রোকন উদ্দিন, সমুদ্র সৈকতের এসপিএম অচিন্ত্য দত্ত, বদরখালীর এসপিএম মহিউদ্দীন, গর্জনিয়ার এপিএম মাওলানা জহির আহমদ, ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা হোছাইন বিন কাতেবি(বরইতলী), আবু তৈয়ব(সমুদ্র সৈকত), আবদুর রহমান (কৈয়ারবিল), শাখা পোস্ট মাস্টার আবদুল কাদের(ইনানী),রশিদ আহমদ(খরুলিয়া) প্রমূখ।
আলোচকবৃন্দ মূল প্রবন্ধের আলোকে বীমাশিল্পের প্রসারে ডাক জীবন বীমার সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। বীমা ব্যবসার সম্প্রসারণে বিরাজমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে ডাক জীবন বীমার উত্তরণে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। বক্তাগণ সরকারি বীমাসেবা গ্রহণে সকলের প্রতি আহবান জানান।
উক্ত সেমিনারের সুপারিশসমূহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট