অস্ফুট প্রেম
তাসমিয়া তহুরা
আমি কারও চুক্তিতে আবদ্ধ নই
আমি কোন পক্ষের না,আমি আমিই।
আমি কাউকে কথা দিয়ে দায়বদ্ধতার দড়িতে আটকানো নই।
আমি কারও পশ্চাৎ বা উর্ধ্বে নই,
আমি আমিই।
আমি কারও প্রেম বিলাসী নই।
না আমি কারো প্রেমাসক্ত,
আমি আমিই।
এ বাংলার সৌন্দর্য ও মাধূর্য ছুঁয়ে এই আমি উন্মাতাল,পাকাপোক্ত প্রেমিকা।
লাল-সবুজ আমার বসন,আমার পরিচয়।
মনের রঙে রাঙানো নির্যাস,
অপরূপ প্রেমিক পুরুষ বাংলা আমার।
Leave a Reply