কবিতা: ইচ্ছা- জান্নাতুল মাওয়া তিষা
ইচ্ছা জাগে আকাশ হতে বৃষ্টি হয়ে নামতে
ইচ্ছা জাগে বাতাস হয়ে অনেক দূরে যেতে,
ইচ্ছা জাগে ফুলের বনে ফুল হয়ে ফুটতে
ইচ্ছা জাগে ভ্রমর হয়ে ফুলের মধু খেতে।
ইচ্ছা জাগে ঢেউ হয়ে পানির বুকে ভাসতে
ইচ্ছা জাগে মেঘ হয়ে তুলার মতো ছুটতে,
ইচ্ছা জাগে পাখি হয়ে মিষ্টি সুরে গাইতে
ইচ্ছা জাগে সূর্য হয়ে রোজ ভোরে উঠতে।
ইচ্ছা জাগে চাঁদ হয়ে জ্যোৎস্নায় ভরিয়ে দিতে
ইচ্ছা জাগে ঘুড়ি হয়ে নীল আকাশে উড়তে,
ইচ্ছা জাগে কবিতা হয়ে কবির ডায়েরী ভরাতে
ইচ্ছা জাগে পর্যটক হয়ে সারা পৃথিবী ঘুরতে।
– শিক্ষার্থী, দশম শ্রেণি, পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়।
Leave a Reply