চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে প্রগতিশীল চেতনায় উদ্বুকবি সুকান্ত ভট্টাচার্যের ৭৪তম প্রয়াণবার্ষিকী স্মরণে -“মূর্খ যারা অজ্ঞ যারা যে জন বঞ্চিত,তাদের তরে মুক্তি-সুধা করব সঞ্চিত” শীর্ষক সাহিত্য সন্ধ্যা গতকাল ১৭মে সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতা চৌধুরী,কাকলী দাশ গুপ্তা,মণীষা দাশ বৃষ্টি,
লিয়াকত হোসেন,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, হৃদয় দে, মোঃ সোহেল, কিংসুক মূৎসূদ্দী প্রমুখ। সভায় বক্তারা বলেন সাম্প্রদায়িক দাঙ্গা ,তেতাল্লিশের মন্বন্তর তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে যার লেখনী গর্জে উঠেছিল তিনি হলেন তরুন কবি,জন কবি সুকান্ত ভট্টাচার্য।প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ কবি সুকান্ত ভট্টাচার্যের লেখনি শোষণ বঞ্চনার বিরুদ্ধে দেদীপ্যমান। শ্রেণি সংগ্রাম, অধিকার আদায়ে নিয়ত প্রেরণা যোগায় কিশোর এই কবির লেখা।
Leave a Reply