নিজস্ব প্রতিবেদকঃ
পটিয়া উপজেলা মেম্বার সমিতির কর্তৃক আয়োজিত কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা,পটিয়া উপজেলা মেম্বার সমিতির উপদেষ্টা প্রয়াত শ্রীমতি শিপ্রা দত্তের স্মরণ সভা সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম জুলু’র সভাপতিত্বে সাঃসম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে স্মরণ সভায় উপস্থিত ছিল সংগঠনের যুগ্ন-সম্পাদক নার্গিস আক্তার,সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন,নুরুল ইসলাম,কার্যকরী সদস্য হামিদুল হক তালুকদার দানু,উপদেষ্টা উত্তম দে,নাসিমা আক্তার,ফেরদৌস বেগম,লাকী দাশ, সেলিনা আক্তার,সহ-মহিলা সম্পাদিকা সুমে দে সাথী,তসলিমা নুর,জান্নাতুল ফেরদৌস, ফেরদৌস বেগম ,রুমা আক্তার,মিনি শীল,শাহানাজ ফরিদ,রত্না চৌধুরী, বেবী দেব নন্দী,সামশুন্নার, ফাতেমা বেগম,দপ্তর সম্পাদক আবু তালেব আলমদার,হাসিনা বেগম,শাহীন আক্তার, নিকাশ কান্তি বড়ুয়া, ইদ্রিস মেম্বার,রফিক মেম্বার,সাইফুল ইসলাম,আনোয়ার হোসেন,জাহেদুল হক,আবুল হাশেম রাব্বু,আব্দুল করিম,উজ্জ্বল বড়ুয়া,নুর মোহাম্মদ,শফিকুর ইসলাম,আব্দুল মন্নান,বাবুল কান্তি চৌধুরী,মোঃ শহীদুল ইসলাম,মোঃ ইদ্রিস মিয়া মোঃ লোকমান মেম্বারসহ নেতৃবৃন্দ।
প্রয়াত শিপ্রা দত্তের পরিবার থেকে বক্তব্য রাখেন বড় ছেলে সুমন দত্ত,ছোট ছেলে সুজন দত্ত।
পরে পটিয়া উপজেলা মেম্বার সমিতির ফান্ড থেকে তাঁহার পরিবারের বড় ছেলে সুমন দত্ত ও ছোট ছেলে সুজন দত্তকে আর্থিক অনুদানের খাম তুলে দেয়া হয়।
Leave a Reply