প্রেস বিজ্ঞপ্তিঃ
৯ই ফেব্রুয়ারী কুসুমপুরা কুসুমকলি একতা সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুসুমকলি একতা সংঘের সভাপতি রানা হামিদের সভাপতিেত্ত্বে ও সাধারণ সম্পাদক আবু জুনায়েদ আসাদের সসঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ডালিম, টেলি কর্ফারেন্স এর মাধ্যমে বক্তব্য প্রদান করেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ জুলকারনাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরহাট ব্যাবসায়ী সমিতি সভাপতি নুরুল আলম,পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন সুমন, গিয়াসউদ্দিন জেবিন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, নজরুল ইসলাম, অর্থ সচিব নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন, জালাল উদ্দীন রোকন স্বত্ত্বাধিকারী- বনফুল এন্ড কোং, এড.আজগর আলী- আইনজীবী, পটিয়া জজ কোর্ট, ডা. গিয়াসউদ্দিন নয়ন, ফরহাদুল ইসলাম পরিচালক এ আর একাডেমি, আমন্ত্রিত সংগঠন এবিটস, মোহাম্মদ নগর অর্ণিবান ক্লাব, প্রত্যয় সংঘ, হিলফুল ফুজুল শান্তি সংঘ, দারক একতা সংঘ, বিনিনিহারা ওয়েস্টার্ন ক্লাব, মধ্যম কুসুমপুরা আলোর সিড়ি ক্লাব,কুসুমপুরা শান্তি সংঘ। বছরের শ্রেষ্ঠ সংগঠক ২০২২ এর পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ নুরুল আজিম মানিক। সভায় বক্তাগন বলেন কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাসমুক্ত সুন্দর সমাজ বিনির্মানের লক্ষ্যে শিক্ষার্থীসহ সহ সমাজের সকল পেশায় নিয়োজিত মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
Leave a Reply