আলহামদুলিল্লাহ সর্ব প্রথম স্মরণ করতেছি আমার সৃষ্টি কর্তা মহান রাব্বুল আলামিনের কাছে। যার অশেষ দোয়া আর মানুষের অফুরন্ত ভালবাসার নিয়ে দীর্ঘ একযুগ পর মানুষের সেবা করার জন্য মনোনীত করেছেন একজন মহৎ সৎ উদার মনের মানুষকে। ব্যাক্তিগত ভাবে অনেক ক্ষুব্ধ ছিলাম,কারন যে ব্যাক্তি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মেহনতী মানুষের ঘরে ঘরে গিয়ে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন।যে কথা আমার মুখে নই সম্পুর্ন এলাকাবাসী দেখেছে।রাজনীতির জন্য মানুষের সেবা করার জন্য নিজের পরিবার কে এতটুকু সময় দেইনি যে সময় টা দেবার দরকার ছিলো ছেলে সন্তানের প্রয়োজনে।এমন একজন মানুষকে দলীয় ভাবে অবমূল্যায়ন তা আমি মেনে নিতে পারি নাই। চিন্তা করলাম রাজনীতিতে ত্যাগীদের মুল্য দিন দিন কমে যাচ্ছে।তারপর ও দীর্ঘ একযুগ পর কোলাগাঁও ইউনিয়ন বাসী প্রমান করে দিলেন মার্কা নই ব্যাক্তি হচ্ছে আসল।আমি সর্ব প্রথম কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামীন কাছে এবং পুরো কোলাগাঁও ইউনিয়ন বাসীকে।সেই সাথে সাথে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৪ নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মাহাবুবুল হক চৌধুরী কে।
শুভেচ্ছা কামনায়
হাজী জসিম উদ্দিন
প্রকাশক, দৈনিক দেশ বার্তা।
আজীবন সদস্য,চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব।
মক্কা মিডিয়া প্রতিনিধি, দিগন্তের আলো ফাউন্ডেশন।
আহব্বায়ক, সৌদি আরব সাংবাদিক ফোরাম।
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সংসদীয় কমিটির দক্ষিণ জেলা প্রচার সম্পাদক।
Leave a Reply