‘সামাজিক সংগঠন খুটাখালী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চকরিয়া থানাধীন খুটাখালি কামাল মেম্বার চত্বরে ২১ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় ‘আজ ভুলে যা তোর দোস্ত/দুশমন হাত মেলাও হাতে’ আনন্দ ছড়িয়ে পড়ুক দিগ্বিদিক। ছোট, বড়, ধনী, দরিদ্র, ধর্ম, জাতি একাকার হোক ঈদের খুশিতে, উৎযাপনে ভেদাভেদ ভুলে সম্প্রীতির মূল মন্ত্র হোক ঈদের প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদ উৎসবকে বর্ণিল করতে হত দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান রিহাবুল আলম। সংগঠনের সদস্য ইউছুপ জালালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ডা. মোহাম্মদ জামাল উদ্দীন। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন রমিজ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়সাল, সেলিম বাহাদুর, মাহমুদ করিম, মুহাম্মদ শাহাজান, সৌরভ হোছাইন, আজিজুল হক, মুহাম্মদ জুনাইদ মুহাম্মদ রুবেল প্রমুখ।
Leave a Reply