প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রাম-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক আনোয়ারা আলম, কনভেনর কবি ও কথাকার সাঈদুল আরেফীন, মেম্বার সেক্রেটারি কথাসাহিত্যিক আলমগীর শিপন এবং ট্রেজারার হয়েছেন কথাশিল্পী সুবাস সর্ববিদ্যা। শনিবার ১৭ ডিসেম্বর সংগঠনের সদস্যদের গোপন ব্যালটের ভোট প্রদানের মধ্য দিয়ে কমিটি কার্যক্রম শুরু করে।
সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ড. গাজী গোলাম মাওলা (আজাদ বুলবুল), শিক্ষা প্রশিক্ষক ও লেখক শামসুদ্দীন শিশির, কথাশিল্পী মিলন বনিক, অরূপ পালিত, ছন্দা দাস ও তাপস চক্রবর্তী ও ‘গল্পকার’ প্রকাশক ও সম্পাদক কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন।
উল্লেখ্য, ‘গল্পকার’ বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা হিসেবে ২০১৫ সালের জানুয়ারি থেকে যাত্রা শুরু। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী লেখক-পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। বাংলাদেশ, ভারত ও প্রবাসী বাঙালি অগণিত লেখক ‘গল্পকার’ এ লিখছেন। বাংলা ছোটগল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যেই একনিষ্ঠ কাজ করে যাচ্ছে ‘গল্পকার’।
Leave a Reply