বরুণ কুমার আচার্য্যঃ
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, জিলীব আল সুয়েখ ১নং শাখার কুয়েতের প্রতিনিধি দল মূর্শিদ আহলে বায়তে রাসূল, আওলাদে রাসুল, আওলাদে গাউসুল আযম, আওলাদে শাহানশাহ হক ভাণ্ডারী (ক.) রাহবারে আলম, সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) কে সম্মাননা স্বারক ও পুষ্পমাল্য দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) অত্র কমিটির প্রতিনিধি দল থেকে কমিটির সার্বিক বিষয়ের বিস্তারিত জেনে নেন এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ,কুয়েত ১ং শাখার যাবতীয় কর্মকাণ্ডে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। কুয়েত শাখার মাধ্যমে কিভাবে আরো বৃহত্তর খেদমত করা যায় সে বিষয়ে বিশদভাবে পরামর্শ প্রদান করেন।পরিশেষে রাহবারে আলম শাহসূফি হযরত সৈয়দ হাসান মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ) অত্র কুয়েত হক কমিটির সার্বিক সাফলতা কামনা ও কমিটির সাথে সংশ্লিষ্ট ও প্রবাসে অবস্থানরত সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
Leave a Reply