১৫ দিন ব্যাপী গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম মুক্তিযুদ্ধের চিত্রাংকণ প্রতিযোগীতা ২০২১ এর উদ্বোধন। ব্যরিস্টার মনোয়ার ফাইন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় হিলভিউ টিউটোরিয়াল স্কুল সুগন্ধা পাচঁলাইশ এর ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সুহুদের সহযোগীতায় উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
১৫ ডিসেম্বর সকালে গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হিলভিউ টিউটোরিয়াল স্কুল এর পরিচালক ও অধ্যক্ষ সেলিনা আহমেদ, উদ্বোধক ছিলেন হিলভিউ টিউটোরিয়াল স্কুল এর পরিচালক ও চারুশৈলী আর্ট স্কুলের অধ্যক্ষ লক্ষী ধর। এ সময় অনান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন নুরজাহান আকতার, সুদীপ্তা দাশ, বনানী দত্ত, তুহিন আকতর, ওয়াহীদা বেগম, রেশম আকতার প্রমুখ। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থী চিত্রাংকণে অংশ গ্রহণ করে।
Leave a Reply