নগর প্রতিনিধিঃ
আমরা ক ‘জন মুজিব সেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর নুপুর মার্কেট ও রেয়াজউদ্দিন বাজার এলাকায় ছিন্নমূল গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সদস্য সমন্বয়কারী আব্দুল হান্নান চৌধুরী‚প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সমন্বয়কারী নাজমুল হুদা শিপন‚সদস্য দপ্তর নৃপতি দাশ নিপু‚ সংগ্রহশালা ইকবাল মোর্শেদ‚ বাবলু দত্ত‚মুক্তি দাশ‚শেখ শাহ্ আলম ও কোতয়ালী থানা শ্রমিকলীগের সভাপতি প্রবীন কুমার ঘোষসহ অনেকে। সংগঠনের জেলা সদস্য সমন্বয়কারী আবদুল হান্নান চৌধুরী আমাদের জানান ‘চলমান লকডাউনে কেটে খাওয়া গরীব অসহায় মানুষ খুুবই কষ্টে দিন যাপন করছে বিত্তশালীদের তাদের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন মনে করি।’
Leave a Reply