মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রামে এস আলম গ্রুপের ৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কারখানা কর্তৃপক্ষ বন্ধের নোটিশ জারি করে তা নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়।
এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বোরহান উদ্দিন জানান, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।
এস আলমের যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হল- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।
শ্রমিকদের মধ্যে একজন বলেন, ‘আগে থেকে কোন প্রকার নোটিশ দেওয়া হয়নি। আজ (মঙ্গলবার) দুপুর বেলায় হঠাৎ আগামীকাল থেকে কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেন। কারখানা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কেউই মানতে পারছি না। তুলনামূলক কম বেতনেও স্থানীয় হওয়ার সুবাধে এই কোম্পানিতে চাকরি করে আসছি। তবে হঠাৎ কারখানা বন্ধ করে দিলে আমরা যারা এখানে কর্মরত আছি সবাই বেকার হয়ে যাব।’
আরেক শ্রমিক জানান, তাদের দাবি একটাই অবিলম্বে কারখানা খোলা রাখা। কারখানা বন্ধের ঘোষণা তারা মানে না এবং কারখানা ছেড়ে যাবে না। যদি কারখানা খোলা না হয় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।
Leave a Reply