নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা আদর্শ মাদ্রাসার মহান বিজয় দিবস উদযাপন, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি মাদ্রাসার সভাপতি রোটারিয়ান অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আনোয়ার হোসাইন মানিক এর সভাপতিত্বে ১২ডিসেম্বর ২০২১ মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, চট্টগ্রামে দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে আল-হেরা আদর্শ মাদ্রাসা অনন্য অবদান রাখছে। তিনি আরও বলেন, আমরা জাতি হিসেবে বেশ সমৃদ্ধ ও আত্নমর্যাদাশীল। আমাদের কাছে একটি ঐতিহ্যময় ইতিহাস আছে যা আমাদের বিশ্ব দরবারে উচ্চ আসনে সমাসীন করেছেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বড় মিয়া জামে মসজিদের খতীব মাওলানা আখতার হোসাইন ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ নিজাম উদ্দিন মনি, নিউ সান পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ডাঃ ইফতেখার উদ্দিন চৌধুরী, ইকরামুল হক চৌধুরী মিল্টন,মাস্টার মোহাম্মদ হোসেন, এম সাইফুল্লাহ মুনির, মাইনুল ইসলাম সুমন প্রমুখ। পরিশেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply