ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। আজ ১৫ মার্চ বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি (বিসিআরএস) উদ্যোগে আলোচনা সভা সংস্থার অস্থায়ী কার্যলয়ে বিসিআরএস এর সভাপতি মোঃ শাহাবউদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি (বিসিআরএস) চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম(সাংবাদিক), সিনিয়র সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সহ-সভাপতি ডাঃ বেলাল মৃধা,সহ-সভাপতি নাসিরউদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল ইমন, নাছির উদ্দিন নিরব(আসক) সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মোল্লা,আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন,দক্ষিণ জেলা যুব নেতা আবুল বশর প্রমুখ, বক্তারা বলেন সরকারের নির্ধারিত দামে ভোক্তারা পণ্য ক্রয় করতে পারছে না। অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিসহ কয়েকটি কোম্পানি থেকে প্রতারিত হচ্ছে। পন্যের বিক্রেতা ও ক্রেতাদের সচেতনতায়,
পণ্যের মোড়কে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমান,উপাদান, ব্যবহারবিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণেরমেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি দেখে পণ্য ক্রয় করা। মূল্য রশিদ গ্রহণান্তে মালামাল সংগ্রহ করা। দ্রব্য বা সেবা সম্পর্কে পরিপূর্ণভাবে জেনে দ্রব্য ক্রয় করা। বিজ্ঞাপন না বুঝে দ্রব্য সংগ্রহ থেকে বিরত থাকা। সরকারি-পেশাদারী ট্রেডমার্ক সম্বলিত দ্রব্য ক্রয় করা। দ্রব্য বা সেবা সম্পর্কে অন্ধ বিশ্বাস পরিহার করা। দ্রব্য বা সেবা সম্পর্কে অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের নিকট লিপিবদ্ধ করা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ২ উপ-ধারা ১৬ মতে, ‘বিক্রেতা’ অর্থ কোন পণ্যের উৎপাদনকারী, প্রস্তুতকারী, সরবরাহকারী এবং পাইকারী ও খুচরা বিক্রেতাও এর অন্তর্ভুক্ত হবে।
Leave a Reply