বিশ্ব মশা দিবস উপলক্ষে ডেঙ্গু মশা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে র্যালি ও প্রচার অভিযান চালিয়েছে এমএসকে ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে ২০ আগস্ট রবিবার সকালে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এই র্যালি ও প্রচার অভিযানের উদ্দেশ্য ছিল মশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। র্যালির পর সংক্ষিপ্ত সমাবেশে এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ সচেতন হলেই ডেঙ্গু মশা থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া যাবে। সকলকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ী-ঘরের আশ-পাশ থেকে জমা পানি অপসারণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
সমাবেশের পর এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী শিক্ষার্থীদের হাতে জনসচেনতামূলক লিফলেট তুলে দেন। এতে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
Leave a Reply