মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ আসন চান্দগাঁওয়ে র্যাবের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
র্যাব জানায়, চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকায় সকাল থেকে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে র্যাবের একটি টহলদলের ওপর হামলা চালায় বিএনপির কর্মীরা।
জানা গেছে, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এখানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫৭৩। পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৬। নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ৮৩৬। মোট কেন্দ্র ১৮৪।
আসনটিতে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াছ, তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা, ন্যাশনালিস্ট পার্টির এস এম আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মো. সোলায়মান আলম শেঠ, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ ফরিদ, ইসলামী ফ্রন্টের মো. আব্দুন নবী, ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মহিবুর রহমান বুলবুল।
Leave a Reply