নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে পৌঁছেছে করোনাভাইরাস প্রতিষেধক আরও ৩ লাখ ১৩ হাজার ৮০০ টিকা ডোজ । এরমধ্যে সিনোফার্মার ২ লাখ ৫৫ হাজার ডোজ টিকা ও দ্বিতীয় ডোজের জন্য মর্ডানার ৫৮ হাজার ৮০০ ডোজ টিকা রয়েছে।
গতকাল ৫ সেপ্টেম্বর,রবিবার সকালের দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আরও এক দফা করোনার টিকার চালান এসেছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা পেলে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন উপজেলা এবং মহানগরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।
এর আগে চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে প্রথম দফায় ৩১ জানুয়ারি এসেছিল চার লাখ ৫৬ হাজার ডোজ। গত ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল তিন লাখ ছয় হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে এক লাখ আট হাজার ডোজ।
এ ছাড়া দুই দফায় মডার্নার টিকা আসে। গত ১১ জুলাই প্রথম দফায় চট্টগ্রামে মডার্নার এক লাখ পাঁচ হাজার ডোজ টিকা আসে। গত ৬ আগস্ট আসে ৩৮ হাজার ৪০০ ডোজ।
সিনোফার্মের টিকা আসে তিন বার। গত ১৮ জুন প্রথম দফায় ৯১ হাজার ২০০ ডোজ এসেছিল। এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় আসে ৭৮ হজার ৪০০ ডোজ। তৃতীয় দফায় গত ৬ আগস্ট আসে এক লাখ ৬৩ হাজার ২০০ ডোজ।
Leave a Reply