ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ও বেসরকারী কারা পরিদর্শক মোস্তারী মোরশেদ স্মৃতি।
১৩ আগষ্ট শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রবেশ মুখে এ বুথ স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সদস্য ইসরাত জাহান, জাহানারা আরজু, ডা. তৌফিক হোসেন প্রমুখ।
চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ও বেসরকারী কারা পরিদর্শক মোস্তারী মোরশেদ স্মৃতি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ভয়াল এ কালোরাত্রিতে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানের প্রেত্মার এদেশীয় দোসররা। যারা এদেশের স্বাধীনতা চাইনি, তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে তারা এদেশকে জঙ্গী, সন্ত্রাসী ও পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করতে পারবে, কিন্তু এদেশের মুক্তিকামী জনতা সেটা হতে দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাড়িয়েছে। বিশ্বের বুকে মাথা উচু করে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। যারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা আজ ইতিহাসের ঘৃণিত হিসেবে চিহ্নিত হয়েছে। অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে সাঁজা কার্যকর করার জন্য তিনি আহবান জানান।###
Leave a Reply