আব্দুল সাত্তার টিটুঃ
জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার এই পদে নিয়োগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
ছাত্রজীবনে তিনি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনে ও সক্রিয় নেতৃত্বে ছিলেন সাইমুল চৌধুরী। শেখ ইফতেখার সাইমুল চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ১৬ জুন চট্টগ্রামের জেলা পিপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী মারা গেলে পদটি শূন্য হয়।
তিনি দীর্ঘদিন ধরে নগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply