আজ সকালে হযরত আমানত শাহ (রঃ) ও হযরত বদনা শাহ( রঃ) এর মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানের এর হাতে মনোনয়ন পত্র জমা দেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ- এম.পি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
Leave a Reply