মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় টিসিবি’র পান্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মধ্য দুপুরে লাইনে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত নিন্মবিত্ত মানুষদের। তাদের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মধ্যবিত্তদেরও। এসময় তাঁরা নানা ভোগান্তির অভিযোগ করেন।
লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের অভিযোগ, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে দিশেহারা তারা। প্রায় সব ধরণের নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া! এ পরিস্থিতিতে ৫-১০ টাকা কম মূল্যে পাওয়া, সেটাও তাদের জন্য অনেক কিছু। এসময় তাঁরা টিসিবি’র পণ্যের মান নিয়েও প্রশ্ন তোলেন। একইসাথে বিতরণে ধীরগতি এবং তদারকি নিয়ে অভিযোগ করেন অনেকে।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা গৃহকর্মী নাছিমা বেগমের অভিযোগ, ‘মাল বিতরণ খুব স্লো। দোকানদারেরা কি চটপট করে মাল দেয়। অথচ, এখানে দেখি একেবারে নড়েতো নড়েনা! কাউন্সিলররাও কিছু বলেনা ওদেরকে। সব আল্লাহর ওয়াস্তে চলে।’
মুরসালিন নামে একজন নির্মাণ শ্রমিকের অভিযোগ পণ্যের মান নিয়ে। তিনি বলেন, ‘আমরা মাল দেখলে বুঝি। সব বেনম্বরি মাল। অচল মাল চালিয়ে দিচ্ছে। তারপরও টাকার কথা চিন্তা কইরা কিনতে আসি।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুনুর রশিদ বলেন, ‘আজকে আমাদের পণ্য ওখানে যায়নি। এসব অন্য কারো পণ্য হতে পারে, আমার নয়। তাই এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা।’
Leave a Reply