চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা, গণপরিষদ ও সাবেক সাংসদ,সংগঠনের প্রধান উপদেষ্ঠা, মরহুম জননেতা ইসহাক মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা গত ২৪ জুলাই রাতে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদত মফিজুর রহমান।। সংগঠনের সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন ন্যাপের কেন্দ্রীয় নেতা মিঠুল দাশ গুপ্ত, সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দীন রানা,সালাউদ্দীন সাকিব, সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপা, সুমন চৌধুরী, সাফাত সানাউল্লাহ। সভায় বক্তারা বলেন তেজস্বী রাজনীতিবিদ, সর্বজন শ্রদ্ধেয় জননেতা ইসহাক মিয়া। চট্টগ্রামের উন্নয়ন সমৃদ্ধির প্রবাদপ্রতিম এই রাজনীতিবিদ কাজ করেছেন নিরলস ত্যাগ আর সেবায়।হয়ে উঠেছেন সাধারণের প্রিয় মানুষ হিসেবে, ভাস্বর হয়েছেন জননেতা’য়।বরেণ্য এই রাজনীতিবিদ প্রজন্মকে দিয়ে গেছেন আদর্শিক রাজনীতির উত্তরাধিকার।
Leave a Reply