চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে “বাঙালি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যে হলে মনোযোগী,সোনার বাংলা হবে উন্নত সমৃদ্ধ সময়োপযোগী” শীর্ষক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন লেখক- সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ, সঙ্গীতশিল্পী মীকাতুন জান্নাত মিকাত লোপা,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল,ছাত্রনেতা মঞ্জুর আলম,লেখক ,সুমন চৌধুরী,লেখক সাফাত বিন সানাউল্লাহ প্রমুখ। সভায় বক্তারা বলেন বাঙালি সংস্কৃতির বিকাশে আমাদের আরো মনোযোগী হতে হবে।বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির প্রতি আমরা যতবেশি নিবিষ্ট হবো দেশ ততবেশী সমৃদ্ধ হবে,আলোকিত হবে প্রজন্ম। বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমাদের অস্তিত্ব। আঞ্চলিকতায় ভিত্তি করে আমরা আন্তর্জাতিকতায় পর্য্যবসিত হবো এই হোক আমাদের লক্ষ্য।
Leave a Reply