প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে শুরু হয়েছে বিজয়ের বইমেলা ২০২২। বইমেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ অনুপম সেন। তাঁর মূল্যবান বক্তব্যে তিনি বইয়ের গুরুত্ব এবং যুগে যুগে লেখকদের প্রতি প্রশাসন ও জনগণের বিরোধীতা সম্পর্কে জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক ডঃ মহীবুল আজিজ। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিজয়ের বইমেলা ২০২২ এর আয়োজন স্বল্প পরিসরে হলেও বেশ কয়েকটি স্টল এতে অংশগ্রহণ করেছে। শিশু – কিশোরদের উপযোগী নানা ধরনের বইয়ের পাশাপাশি গল্প, কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণামূলক গ্রন্থের সম্ভার রয়েছে বিভিন্ন স্টলে। মেলা চলাকালীন সময়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এই বইমেলা ২৩ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলবে।
Leave a Reply