ইসমাইল ইমনঃ
মানব পাচার প্রতিরোধ ভিকটিম সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে।
বুধবার ২৯শে সেপ্টেম্বর,বেলা ১২:৩০ মিনিটে চন্দনাইশ উপজেলার কারিতাস আশ্বাস প্রকল্পের উদ্যোগে এক
সংলাপ অনুষ্ঠিত হয়।
কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রিমি সুভাষ দাসের সভাপতিত্বে ও কারিতাস আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী শ্যামল মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন (অফিসার ইনচার্জ চন্দনাইশ থানা) ও শাহানাজ বেগম, সাধারণ সম্পাদক উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি, কামাল উদ্দিন (উপজেলা মৎস্য কর্মকর্তা) হাবিবুর রহমান (চেয়ারম্যান বরকল ইউনিয়ন) আ ন ম সালেহ উদ্দিন (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) সাংবাদিক নেতা আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, এছাড়াও আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ও অনুষ্ঠানের উদ্বোধক বৃন্দরা তাদের বক্তব্যেতে বর্তমান সময়ে অস্বাভাবিক হারে মানব পাচার বিশেষ করে নারী-শিশু পাচার পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মানব পাচার ও ভিকটিমের সুরক্ষায় সরকারি প্রশাসনের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা এলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়া, আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা জরুরি। এই বিষয়ে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।
Leave a Reply